গতকাল মঙ্গলবার ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ওবাইদুর রহমান, উপজেলা প্রকৌশলী জাকারিয়া ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুর রহমান, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসিমা ইয়াসমিন, পৌর আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ বাবু, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মাহাবুব আলম চৌধুরী মুকুল, এস,বি,কে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বগা প্রমুখ।