মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
গতকাল মঙ্গলবার ভোররাতে ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ পুড়োপাড়া গ্রাম থেকে মাদক ব্যবসায়ী দম্পত্তি মোবারক হোসেন (৪৩) ও তার স্ত্রী ফরিদা খাতুন (২৭) কে আটক করেছে।আটককৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে। তারা দু’জনেই মাদক দ্রব্য মামলার গ্রেফতারী পরোয়ানা আসামী।থানা সুত্রে জানা গেছে মহেশপুর থানার এস,আই আশিক, এ,এস আই আশরাফ আলী তাহমিনা খাতুন গোপন সংবাদের ভিত্তিতে পুড়োপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করেছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ফেনসিডিল ও গাঁজা বিক্রির পাশাপাশি বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।