সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় সোমবার রাতে সনেকা বেগম (৪৫) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত ওই গৃহবধু উপজেলার হাতিয়ান্দ ইউনিয়নের চকপ্রাণ পুর গ্রামের রহমত আলীর স্ত্রী।
সিংড়া থানার ওসি ফয়জুর রহমান জানান, রহমত আলীর গরম্ন ছুটে গিয়ে প্রতিবেশী এছের আলীর মরিচের ক্ষেত নষ্ট করে। সোমবার বিকেলে শালিসী বৈঠকে রহমত আলীকে দোষী সাবস্থ্য করা হয়। রাতে সনেকা বেগম অসুস্থ্য হয়ে পড়লে নাটোর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার সকালে থানায় অভিযোগ করা হলে লাশ উদ্ধার করে সিংড়া থানা পুলিশ নাটোর মর্গে প্রেরণ করে। তিনি বলেন,ময়নাতদমত্মর রির্পোট ছাড়া মৃত্যুর রহস্য উৎঘাটন করা সম্ভব নয়।