তারেক এম তারিফুজ্জামান , ঢাকা ডেস্ক,১৬ এপ্রিল:
গতকালের উর্ধ্বমুখীর পর আজ সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিন সূচক ও লেনদেন দুটোই কমেছে।বাজার বিশ্লেষকরা এটাকে স্বাভাবিক বলছে। গত সপ্তাহে বাজার বেশ চাঙ্গা ভাব দেখা যায়।
৪ দিন টানা সূচক বাড়ার পর আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে। লেনদেন শুরুর পর প্রথম ৫ মিনিটেই সূচক প্রায় ৫১ পয়েন্ট বাড়ে। এরপর সূচকে ওঠানামা চলতে থাকে । লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক গত দিনের চেয়ে প্রায় ৪৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৪১৭ পয়েন্টে ।
হাতবদল হওয়া ২৬৫ টি কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮৩ টির, কমেছে ১৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির দাম। লেনদেন হয়েছে প্রায় ১১২০ কোটি টাকার শেয়ার যা গতদিনের চেয়ে প্রায় ৮১ কোটি টাকা কম।
রোববার সপ্তাহের প্রথম দিন ডিএসই’র সাধারণ সূচকে যোগ হয় প্রায় ১২০ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ১২০১ কোটি টাকার শেয়ার, যা গত সাড়ে আট মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে এর চেয়ে বেশি ১৩৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল গত বছরের ৩১ জুলাই।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ও গড় দৈনিক লেনদেন দুটোই বেড়েছে। গত সপ্তাহে সাধারণ সূচক বেড়েছে ৪.৮০ শতাংশ বা ২৪৪ দশমিক ৬৯ পয়েন্ট। দৈনিক গড় লেনদেন হয়েছে প্রায় ৮৪৫ কোটি টাকার যা এর আগের সপ্তাহের চেয়ে ১৬ দশমিক ১৯ শতাংশ বেশি।