আবদুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ
বাংলাদেশ চা- শ্রমিক ইউনিয়নের ২০ দফা দাবীর সমর্থনে মৌলভীবাজারের কুলাউড়ায় লংলা ভ্যালীতে ৫২টি চা বাগানের শ্রমিক সমাবেশ রোববার বিকেলে অনুষ্ঠিত হয় । কুলাউড়া উপজেলার তারাপাশা চা-বাগান (লংলা) মাঠে বাগান পঞ্চায়েত সভাপতি সুর নারায়ন এর সভাপতিত্বে ও চাশ্রমিক ছাত্র যুবক পরিষদ শাওন দাস ও নন্দ দাস এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত চা শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা পরাগ বরাই। প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ চা- শ্রমিক ইউনিয়ন (রেজিঃনং বি-৭৭ ) এর সাধারন সম্পাদক রাম ভোজন কৈরী বিপুল সংখ্যাক চা শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন । বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চা- শ্রমিক ইউনিয়ন (রেজিঃনং বি-৭৭ ) এর কার্যকরী সভাপতি সিউধণী কূর্মী, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আমিরুন বেগম, অর্থ সম্পাদক পরেশ কালীনদি, বালি শীরা ভ্যালxী সভাপতি বিজয় হাজরা,সাধারন সম্পাদক দেবেন্দ্র বারাইক, লংলা ভ্যালির সভাপতি শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক সঞ্জু অধীকারী ,মনুুধলাই ভ্যালরি সম্পাদক নির্মল দাস পাইনকা। সমাবেশে বক্তব্য রাখেন লংলা ভ্যালীর উপদেষ্ঠা . অঞ্জন গ্বোসামী,নবিদূগা নাইডু, কালিটি চা-বাগান সভাপতি রামু রাই, রেহেনা চা-বাগান সভাপতি আব্দুল মজিদ লংলা চা বাগান পঞ্চায়েত সদস্য মোঃ সিদ্দিক আলী, ইটা চা বাগান সদস্য জেসমিন আক্তার, রাজনগর চাবাগান সভাপতি আদি নারায়ন নাইডু,,করিমপুর চা বাগান সভাপতি আপন সুড়ি নাইডু, আমতলা চা বাগান সভাপতি নিখিল দে চৌধুরী,সাকেরা চা বাগান শ্রমিক নেতা সুগ্রীম গৌড়, আলী নগর চাবাগান শ্রমিক নেতা সজল কৈরী,ও রাজিব গৌড়, লংলা চাবাগান শ্রমিক নেতা সত্য কুমার নাইডু ও টিলাগাও ইউপি সদস্য মোঃ আসদ আলী প্রমুখ ।
সভায় বক্তারা বলেন গত ২০০৮ সালের ২৬ অক্টোবর ও ২ নভেম্বর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে পরাজিত রাজেন্দ্র প্রসাদ বুনাজীন নেত্বতাধীন বিজয় বুনার্জী সিতারাম অলমিক গ্রুপ বিভিন্ন যড়যন্ত্র চালিয়ে আসছে । বাংলাদেশের ইতিহাসে একক বৃহত্তম ট্রেড ইউনিয়ন চা-শ্রমিক ইউনিয়ন গোপন ব্যালেটের নিধারনে নির্বাচিত কমিটির হাতে হেড অফিস লেবার হাউজ হস্তান্তরের দাবী জানানো হয় । চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাখন লাল কর্মকার , সাধারণ সম্পাদক রামভজন কৈরির ,নিবাচিত কমিটির উত্থাপিত ২০ দফা দাবী মেনে নির্বাচিত কমিটির সাথে চুক্তিপত্র করার জন্য মালিক পক্ষের প্রতি আহবান জানান ।সমাবেশে বক্তারা আরো বলেন গনতন্ত্রকামী শ্রমিক ও নেতৃবৃন্দের উপর দমন পিড়ন বন্ধ করতে হবে ।চা শ্রমিকদের শিক্ষাবৃত্তি চালু করতে হবে । প্রধান বক্তা রামভোজন কৈরী বলেন চা শ্রমিক ইউনিয়নের ৬০ বছর সবোৃচ্ছ দৈনিক মজুরী ছিল মাত্র ৩০ টাকা । ব্যালেটের মাধ্যমে নির্বাচিত কমিটি মাত্র এক বছরে এই মজুরী ৪৮ টাকায় উন্নতি করে ।অথচ শ্রম দপ্তর সম্পন্ন বে আইনী ভাবে পরাজিতদের লেবান হাউজ দখল করতে সহযোগিতা করে।তিনি চা শ্রমিকদেও গনতন্ত্র রক্ষা করতে গনতন্ত্রের মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনীত আহবান জানান ।
কুলাউড়ায় বর্নাঢ্য আয়জনে বর্ষবরন অনুষ্টান
আবদুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ মৌলভীবাজারের কুলাউডা উপজেলায বাঙ্গালী জাতির চিরন্তন ঐতিহ্যে পহেলা বৈশাখ বিভিন্ন উৎসব আনন্দের মাধ্যমে বাংলা ১৪১৯ এর বর্ষবরন পালিত হয ।বিভিন্ন সংগঠন,প্রেসক্লাব এর অংশ গ্রহনে হাতি ও ঘোডা বহরনিযে বৈশাখের বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। র্যালী শেষে কুলাউডা ডাকবাংলো প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে নববর্ষকে স্বাগত জানিযে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা আওযামীলীগের সাধারন সম্পাদক ভুকশিমইল ইউনিযনের চেযারম্যান রফিকুল ইসলাম রেনু, কুলাউডা থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান,ইযাকুব- তাজুল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, লংলা আধুনিক কলেজের অধ্যক্ষ মুহিবুর রহমান বুলবুল, ইউপি চেযারম্যান ইছাক চৌধুরী ইমরান, পৌর বালিকা বিদ্যালযরে প্রধান শিক্ষক মোঃ এনামুল ইসলাম,কুলাউডা প্রেসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ।পরে উপজেলা প্রশাসন এর উদ্যোগে টাউন ক্লাবের আহবায়ক ইফতেখার আহমদ কামরুল
এর পরিচালনায পহৈলা বৈশাখ এর উপর গান,নৃত্য,অভিনয সহ সাংস্কৃতিক কুলাউড উপজেলা প্রশাসন অযোজিত সকালে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয । অনুষ্ঠানে অংশ গ্রহন করে, ইযাকুব তাজুল মহিলা বিশ্ব বিদ্যালয কলেজ, কুলাউডা ডিগ্রী কলেজ, নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয, কুলাউডা
বালিকা উচ্চ বিদ্যালয, পৌর বালিকা উচ্চ বিদ্যালয, রাবেযা সরকারী প্রাথমিক বিদ্যালয,বিএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয, জযপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয, রেলওযে সরকারী প্রাথমিক বিদ্যালয ।এ ছাডা ইযথ সোসাইটি ক্লাবের সদস্যরা গ্রাম বাংলার ঐতিহ্যের বিভিন্ন সাজে সজ্জিত ও যেমন খুশি তেমন সাজের মাধ্যমে প্রহেলা বৈশাখে নানা অনুষ্ঠান পালন করে ও উদীচি শিল্পগোষ্ঠী,লালসূর্য খেলাঘর এ উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয ।বৈশাখে উপজেলা প্রশাসন,টাউনক্লাব, পৃথক পৃথক ভাবে বাংলার ঐতিহ্য পানতা ইলিশের আযোজন করে । অপরদিকে কুলাউডা ডিগ্রী কলেজে পানতা ইলিশের ও ম্যাগাজিন অনুষ্টানের আযোজন করে ।নন্দন ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মান্নার সভাপতিত্বে সম্পাদক মহি উদ্দিন রিপনএর পরিচালনায অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউডা উপজেলা আওযামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রেনু। বিশেষ অতিথি ছিলেন পৌর চেযারম্যান কামাল উদ্দিন আহমদ জুনেদ, ওসি আজিজুর রহমান, অধ্যক্ষ সৌম্য প্রদিপ ভট্টাচার্জ্য,উপাধ্যক্ষ আব্দুল হান্নান, ব্যবসাযী সমিতির সাধারন সম্পাদক মইনুল ইসলাম শামীম, নারী নেএী নেহার বেগম প্রমুখ ।কুলাউডা উপজেলা লেডিস ক্লাবের আযোজনে ক্লাবের সভাপতি ফাতেমা শিরিন চৌধুরীর সভাপতিত্বে ও শিশু একাডেমীর শিক্ষিকা কুসুম কলির
প্রহেলা বৈশাখ অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উ্যসব অনুষ্ঠিত হয।অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান চৌধুরী,উপজেলা ভাইস চেযারম্যান আসম কামরুল ইসলাম, মহিলা ভাইস
চেযারম্যান তানিযা আক্তার লিমা, সহকারী কমিশনার (ভুমি) মোঃ শহিদুল হক,ব্যবসাযী কল্যান সমিতির সাধারন সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউডা প্রেসক্লাব সম্পাদকসহ সহ সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা কমচারী এবং লেডিস ক্লাবের সকল সদস্যবৃন্দ ।