মোড়েলগঞ্জ থেকে প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জে এক সাংবাদিকের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলার সাপোর্ট তৈরী করতে একই ধারায় কাল্পনিক অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছেন পূর্ব চিপাবারইখালী গ্রামের জনৈক সামসুন্নার নামে স্বামী পরিত্যাক্তা এক নারী।
গত শুক্রবার তিনি পাক্ষিক সিডর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, তার ভাষায় ‘‘বিভিন্ন ক্লিনিকে চাকুরী করার সুবাদে নজরুল ইসলাম শরীফ আমাকে নিউ তন্বী ক্লিনিক এন্ড ডায়াগনোষ্টিক সেন্টারে চাকুরী দেয়। সে সুবাদে সে বিভিন্ন সময় আমার উপর অমানুষিক অত্যাচার ও শারীরক নির্যাতন করিয়া আসিতেছিল। ডাক্তার সাহেব না থাকার সুবাদে সব সময়ই আমার উপরে শারীরিক নির্যাতন করিত। আমি কারো কাছে মুখ খুলিয়া বলিতে পারিনাই। গত ১.৪.২০১২ ইং তারিখ সকাল সাড়ে ৮ টার সময় ক্লিনিকে উপস্থিত হলে কেউ না খাকার সুবাদে সে আমাকে জরাইয়া ধরে। তাহার কার্যসিদ্ধি না হওয়ার কারণে সে আমার শারিরীক নির্যাতন চালায়। ইহার পরে আমি উক্ত ঘটনার মোড়েলগঞ্জ থানায় অভিযোগ করিলে মামলা রুজু হওয়ায় আমার উপরে বিভিন্ন ভাবে হুমকী দিয়া আসিতেছে। মোবাইলে বিভিন্ন নম্বর দিয়া আমাকে সব সময় হুমকির উপর রাখিতেছে।’’
প্রকৃত ঘটনা, খাউলিয়া ইউনিয়নের চিপা বারইখালী গ্রামের মোঃ ইউসুব আলী সিকদারের মেয়ে সামসুন্নাহার(২৫) ঘটনারদিন কম্পিউটারে কাজ শেখা নিয়ে বাক বিতন্ডা ও ঝগড়ায় জড়িয়ে পড়ে ক্লিনিকের ম্যানেজার দৈনিক পূর্বাঞ্চলের মোড়েলগঞ্জ অফিস প্রধান মোঃ নজরুল ইসলাম শরীফের ছেলে এম.পলাশ শরীফের সাথে। এ সময় দুপুর(১২টা) নজরুল ইসলাম শরীফ খবর পেয়ে নজরুল শরীফের স্ত্রী ক্লিনিকে ছুটে এলে সামসুন্নাহার সমানে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে ক্লিনিকের প্যাথলজিষ্ট খৈইয়মসহ ৫/৬ জন লোকের উপস্থিতিতে সামসুন্নাহার নজরুল শরীফের স্ত্রীকে লাঞ্চিত করলে সেও সামসুন্নাহারকে জুতা পেটা করে। এ ঘটনাকে পুজি করে ক্লিনিক ব্যবসায় সৃষ্ট দ্বন্দের কারণে একটি মহল সামসুন্নাহারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সাংবাদিক নজরুল ইসলাম, শরীফের বিরুদ্ধে যৌন নিপিড়নের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করিয়েছে।