ডেস্ক রিপোর্ট:
প্রধান বিরোধী দল বিএনপি ২০১০-২০১১ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিল করেছে । এতে দলটির এক বছরের আয় ও ব্যয়ের হিসাব বিবরণী তুলে ধরা হয়েছে।
আজ রোববার দুপুরে মগবাজারে কর অঞ্চল-১৫-এর কার্যালয়ে বিএনপির গত এক বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়। দলের চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান আয়-ব্যয়ের হিসাব জমা দেন।
আয়কর রিটার্নে বিএনপি গত বছরে প্রায় দুই কোটি ৪৯ লাখ টাকা আয় করেছে বলে দেখানো হয়। এ সময়ে দলটি ব্যয় করেছে প্রায় এক কোটি ১০ লাখ টাকা। নিট উদ্বৃত্ত দেখানো হয়েছে প্রায় এক কোটি ৩৯ লাখ টাকা।
২০০৯-১০ অর্থবছরে বিএনপি আয়-ব্যয়ের হিসেবে মোট উদ্বৃত্ত দেখানো হয় প্রায় সাত কোটি টাকা।
বিএনপির ২০০৮ সালে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়। এর পরের বছর থেকে দলটি নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব দেওয়া শুরু করে। পাশাপাশি দলটি আয়কর রিটার্নও জমা দেয়। বিএনপি বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে টিন নম্বর (কর শনাক্তকরণ নম্বর) নিয়েছে।
আয়কর রিটার্নে দলটি আয়ের খাত হিসেবে সদস্যদের মাসিক ও বার্ষিক চাঁদা এবং অনুদানকে দেখানো হয়েছে। আর ব্যয়ের খাত হিসেবে দলটির নয়াপল্টন ও গুলশান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, মনিহারী পণ্যক্রয়, মিলাদ-মাহফিলের ব্যয় দেখিয়েছে।