মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে বণ্যার্ঢ র্যালী, পান্তা-ইলিশ, বাউল সঙ্গীত, লাঠি খেলা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান পালিত।
সকালে মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে উপস্থিত ছিলেন ঝিণাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আবুল বাশার, আব্দুর রশিদ খান, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, কাজী আব্দুস সাত্তার, গোলাম মোস্তফা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।উপজেলা পরিষদের উদ্দ্যেগে মহেশপুর অডিটরিয়ামে পান্তা ইলিশের আয়োজন করা হয়।
পরে মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বাউল সঙ্গীত, লোক সঙ্গীত, লাঠি খেলা, হারিয়ে যাওয়া সেই পুরাতন ঐতিহ্য বালাকি খেলা, সন্ধ্যায় সাংস্কৃতকি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।