ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদকে কারণ দর্শাতে বলেছে নির্বাচন কমিশন।
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাকে এ নোটিস দেওয়া হয়েছে।
ডিসিসি দক্ষিণের রিটানিং কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান ব্যক্তিগত সহকারীর মাধ্যমে হাতে হাতে নোটিসটি ফিরোজ রশিদের কাছে পাঠিয়েছেন।
বৃহস্পতিবার পুরান ঢাকায় আয়োজিত জাতীয় পার্টির জনসভায় দলের চেয়ারম্যান হুসেইন মোহম্মদ এরাশাদ জাতীয় পার্টির পক্ষ থেকে ডিসিসি দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। এছাড়া প্রকাশ্য জনসভায় তার পক্ষে ভোট চান এরশাদ। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর এ ধরণের ঘটনা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এ কারণেই ফিরোজ রশিদকে শোকজ নোটিশটি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনী আইন অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের পর প্রতীক বরাদ্দ হলে তবেই প্রার্থীরা প্রচার শুরু করতে পরেন। সে অনুযায়ী ডিসিসি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করা যাবে ২ মের পর।