ঝিনাইদহ থেকে বিশেষ প্রতিনিধি,১৩এপ্রিল:
ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে শুক্রবার রাহুল ম্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ বছরের ২ ফের্রুয়ারীতে খেলাটি শুরু হয়। জেলার ১৬টি ক্রিকেট ক্লাব অংশ নেয় এ খেলায়। ফাইনাল খেলায় মহেশপুর কপতাক্ষ ক্রিকেট ক্লাব কোটচাঁদপুর ক্রিকেট দলকে ৬৫ রানে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ১২৯ রান করে চ্যাম্পিয়ানরা এবং রানার আপ দল করে সব কটি উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান।
এ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল ও মহিলা সংসদ সদস্য নুরজাহান বেগম, অতিরিক্ত পুলিশ সুপার জেহাদুল কবির ও খেলার প্রধান পৃষ্টপোষক নাসের সাহারিয়ার জাহিদী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খাজা আব্দুল হান্নান। চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেনের হাতে পুরস্কারে নগদ ৩০ হাজার টাকা তুলে দেন প্রধান অতিথি। ম্যান অবদা ম্যাচ নির্বাচিত হন মহেশপুর দলের লাকা। তিনি ১৩ বলে ১৯ রান এবং ৮ ওভারে ৫ উইকেট নেন। খেলা পরিচালনা করেন রবিন ও শামিম।