মোড়েলগঞ্জ(বাগের হাট)প্রতিনিধি,১২এপ্রিল:
দৈনিক পূর্বাঞ্চলের বাগেরহাটের মোড়েলগঞ্জ অফিস প্রধান মোঃ নজরুল ইসলাম শরীফের বিরুদ্ধে দায়েরকৃত শড়যন্ত্রমূলক মামলার তদন্তকাজ গতকাল বৃহস্পতিবার সম্পূর্ন হয়েছে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা মোড়েলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো.আতিকুর রহমান।
জানা গেছে, মোড়েলগঞ্জ কর্মরত দৈনিক পূর্বাঞ্চলের সাংবাদিক মো. নজরুল ইসলাম শরীফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন তারই কর্মস্থলে নিউ তন্বী ডায়গনোষ্টিক সেন্টারের ল্যাব এসিস্যান্ড সামছুন্নাহার। এ মামলার তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা ৭/৮ ব্যক্তির স্বাক্ষ গ্রহন করেন। স্বাক্ষগ্রহনকারী অধিকাংশের বক্তব্য হচ্ছে মামলাটি মিথ্যা এবং শডযন্ত্রমূলক। কারন স্বাক্ষীদের স্বাক্ষের সাথে এজাহারে বর্নিত ঘটনার সাথে সামান্নতম সম্পক নেই। এজাহারভূক্ত একজন স্বাক্ষী বাদীর পক্ষে স্বাক্ষ দিলেও তা মামলার বর্নিত ঘটনার অসংতাপূর্ন। স্বাক্ষীদের বক্তব্যে ওই দিনের প্রকৃত ঘটনা যা বেড়িয়ে আসে তাতে জানাযায়, সাংবাদিক নজরুল ইসলাম শরীফের ছেলে এম.পলাশ শরীফের সঙ্গে বাদীনী সামছুন্নাহারের কম্পিউটর শিখা নিয়ে জগড়াঝাটির সৃষ্টি হয়। এ ঘটনা জানতে পেরে সাংবাদিক নজরুল ইসলাম শরীফের স্ত্রী বিষয়টি জানার জন্য ঘটনার দিন ১ এপ্রিল দুপুৃরে ওই ডায়গনোষ্টিক সেন্টারের সামছুন্নাহারের সঙ্গে কথা বলতে গিয়ে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন। এরই একপর্যায় তাদের মধ্যে হাতা-হাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে শডযন্ত্রমূলক এ মিথ্যা্ মামলাটি দায়ের হয়। এ মামলার আসামি মো. নজরুল ইসলাম শরীফ কতৃক বাদীনী সামছুন্নাহারের শ্লীলতাহানীর চেষ্টা বা নারী নির্যাতনের মত কোন ঘটনা যে আদৌ ঘটেনি তা স্বাক্ষদের দেয়া স্বাক্ষে প্রমানিত হয়।