আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ
বর্তমান সরকার মতায় আসার পর দেশের আইন শৃঙ্খলা অনেক ভালো হয়েছে। সম্প্রতি দেশের অরাজকতা সৃষ্টির জন্য যে পায়তারা করা হয়েছিলো তা প্রতিরোধ করা হয়েছে। পুলিশকে আরো মনোযোগি হয়ে কাজ করতে আমি নির্দেশ দিচ্ছি। মৌলভীবাজার জেলা হচ্ছে পর্যটন এলাকা। পর্যটকদের সুবিধার্থে পুলিশ বাহিনীকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে। পুলিশের দায়িত্ব ও কর্তব্য পালন করতে সাহায্য ও সহযোগিতা প্রদান করা হবে। বাংলাদেশে প্রয়োজনের তুলনায় পুলিশের সংখ্যা অনেক কম। কমিউনিটি পুলিশিং ও জনগনের সহযোগিতায় আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নয়ন ঘটাতে চাই। জুড়ীতে ফায়ার ষ্টেশনটি শিগ্রই তৈরী করা হবে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠন করে ২০২১ সাল গঠন করা হবে। জুড়ী থানা তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অথিতির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এডঃ সাহারা খাতুন উপরোক্ত কথাগুলো বলেন। আরো বলেন ‘দেশের মানুষকে আইনি সুবিধা দিতে সরকার আন্তরিক। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজারের জুড়ীর উপজেলা কলেজ রোডে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নবনির্মিত তদন্ত কেন্দ্র ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।বিগত সরকারের চেয়ে বর্তমান সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগনের নিপত্তা দিতে মহাজোট সরকার বদ্বপরিকর’। তাই মৌলভীবাজারের জুড়ীসহ এ এলাকার মানুষ যাতে সর্বোচ্চ আইনি সুবিধা পায়, সেলইে এ তদন্ত কেন্দ্র ভবনটি নির্মাণ করা হচ্ছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেনে, ‘যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে। কোনো অপশক্তিই এ বিচার কাজ রুখতে পারবে না।’ মৌলভীবাজর জেলা পুলিশ সুপার হারুনূর রশিদের সভাপতিত্বে গত বৃহস্পতিবার (১২/৪) উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন মৌলভীবাজার -১আসনের এমপি মোঃ শাহাব উদ্দিন, মৌলভীবাজার-৩ আসনের এমপি সৈয়দ মহসিন আলী, মৌলভীবাজার-২ আসনের এমপি নবাব আলী আব্বাস খান, মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, মৌলভীবাজার জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, সিলেটে রেঞ্জ ডি আই জি মকবুল হোসেন ভূইয়া, সিলেট মেট্রো পলিটন পুলিশ কমিশনার অমূল্য ভূশন বড়–য়া, আ’লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডঃ মিসবাহ উদ্দিন সিরাজ, মৌলভী বাজার জেলা আ’লীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান, জুড়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম এম মুমিত আসুক ও পুলিশিং কমিটির সভাপতি আব্দুল মজিদ প্রমূখ।এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বড়লেখা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন ও কুলাউড়ায় এক পথ সভায় বক্তব দেন।