চীন ও ফিলিপাইন দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। উভয় দেশ কূটনৈতিকভাবে মতবিরোধ নিরসনের ইচ্ছে ব্যক্ত করলেও জাহাজ মোতায়েনের ফলে উত্তেজনা আবারো তুঙ্গে উঠলো।
দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে চীনের সঙ্গে ফিলিপাইনসহ প্রতিবেশি কয়েকটি দেশের দ্বন্দ্ব চলে আসছে। সম্প্রতি, এ দ্বন্দ্ব প্রবল আকার ধারণ করেছে। চীনের প্রতিবেশি দেশগুলো বলছে, চীন সাগরে তাদেরও মালিকানা রয়েছে। এসব দেশকে যুক্তরাষ্ট্র উস্কানি দিচ্ছে বলে চীন মনে করছে। তবে বেইজিং জোর দিয়ে বলছে- দক্ষিণ চীন সাগরের ওপর তাদের সার্বভৌম অধিকার রয়েছে এবং এর মালিকানা একমাত্র চীনের।
ফিলিপাইনের পররাষ্ট্র সচিব আলবার্ট ডেল রোসারিও ম্যানিলায় বলেছেন, বিতর্কিত পানিসীমায় আজ (বৃহস্পতিবার)তৃতীয় চীনা জাহাজ প্রবেশ করেছে।এ ছাড়া, ফিলিপাইন ওই এলাকায় কোস্ট গার্ডের নৌকা পাঠিয়েছে বলে বেইজিং অভিযোগ করেছে। তবে ম্যানিলা দাবি করেছে, দক্ষিণ চীন সাগর থেকে দেশটি তার সর্ববৃহত নৌ-জাহাজ সরিয়ে নিয়েছে। এখন ওই এলাকায় কোস্ট গার্ডের কিছু নৌকা ছাড়া ফিলিপাইনের কোন যুদ্ধজাহাজ নেই বলে রোসারিও জানিয়েছেন।
এর আগে গতকাল দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের বৃহত্তম যুদ্ধজাহাজ পাঠানোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল বেইজিং। গত সপ্তাহে ফিলিপাইনের যুদ্ধজাহাজের সাহায্যে দু’টি চীনা মাছ ধরার নৌকাকে বাধা দেয়ার পর বেইজিং এ প্রতিবাদ জানায়।