ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন বন্ধ রাখতে প্রধান নির্বাচন কমিশনারসহ তিন জনের প্রতি উকিল নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
আজ (বৃহস্পতিবার) হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকীর পক্ষে এ উকিল নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। ডাকযোগে পাঠানো উকিল নোটিসে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ এর ২৭ ধারা অনুযায়ী, নতুন কোনো সিটি কর্পোরেশন হলে সীমানা নির্ধারণকারী কর্মকর্তা সুনির্দিষ্ট ওয়ার্ডের বিষয়ে সুপারিশ করতে হবে এবং কর্পোরেশনকে বিভিন্ন ওয়ার্ডে বিভক্ত করে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে তা প্রকাশ করতে হবে। ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নবগঠিত হওয়ায় ওয়ার্ডের বিভাগ ও সংখ্যা নির্ধারণ, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন-২০০৯’র ২৭ ও ২৮ ধারা বাস্তবায়ন না করে নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নেই বলে উকিল নোটিসে দাবি করা হয়।
এদিকে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিনে আজ (ডিসিসি) উত্তর থেকে ফরম নিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) তিনজন।
গতকাল (বুধবার) বিএনপির সাবেক সাংসদ এস এ খালেক ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকীও মনোনয়নপত্র নিয়েছেন। এছাড়া, ডিসিসি দক্ষিণ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে ও আওয়ামী লীগ নেতা সাঈদ খোকন।
উত্তর ও দক্ষিণে দুই শতাধিক ব্যক্তি কাউন্সিলর পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
রিটার্নিং কমকর্তা মিহির সারওয়ার মোর্শেদ সাংবাদিকদের জানান, সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণা চিহ্ন সরিয়ে ফেলতে বুধবার রাতে ইসির সময়সীমা শেষ হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে পোস্টার, ব্যানার ও তোরণ অপসারণের ব্যবস্থা নিতে ইতোমধ্যে দুই সিটি কর্পোরেশনের প্রশাসক, র্যাব মহাপরিচালক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশনা দিয়েছে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৪ মে ঢাকায় ভোট হবে। এর আগে ১৯ এপ্রিল পর্যন্ত মনোনয়পত্র সংগ্রহ করা যাবে।