আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকে,
মৌলভীবাজার জেলাধীন কুলাউড়া সার্কেল এ,এস,পি মোং আলমগীর হোসেন একদল পুলিশ নিয়ে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আন্তঃবিভাগ ডাকাত দলের ৫ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছেন। কুলাউড়া সার্কেল এ,এস,পি মোং আলমগীর হোসেন বুধবার রাত ৯ ঘটিকায় এক প্রেস ব্রিপিংযে জানান,সিলেট জেলার গোলাপগঞ্জ থানার দক্ষিন কানিশাইল আব্দুল হাফিজের বাড়ি থেকে ও সিলেট কদমতলী থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।আটককৃতরা হলেন,মৌলভীবাজার জেলাধীণ কমলগঞ্জ উপজেলার চৈতন্যগঞ্জ গ্রামের কুখ্যাত ডাকাত কালা বাবুল{৩৮} একই উপজেলার চককবিরাজী গ্রামের ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী বাছিদ মিয়া{২৮} শ্রীমত পুর গ্রামের ২ সহোদর ভাই রাজু আহমেদ ওরফে ছত্তার{৩০} হারুন মিয়া {৩২} কুলাউড়া উপজেলার বিলের পার গ্রামের মাহমুদ আলী {৩২}। আটক ডাকাতদের কাছ থেকে ৭ টি মোবাইল,সোনার চেইন,খেলনা পিস্তল সহ ডাকাতির কাজে ব্যাবহার করা তালা ভাঙ্গার সরঞ্জাম উদ্ধার করা হয়।আটক ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।