ডেস্ক রিপোর্ট:
রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের কাছে পাওয়া ৭০ লাখ টাকার প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, দেশের সম্পদ কিভাবে লুটপাট হচ্ছে তা মন্ত্রী-এমপিদের এপিএসের কাছে কাড়ি কাড়ি টাকা দেখেই দেশবাসী বুঝতে পারছে। আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা সংরক্ষণ ও মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আয়োজিত মানবাধিকার, আইনের শাসন ও বিচার বিভাগ প্রভাবমুক্তকরণ- শীর্ষক মানববন্ধনে তাঁর বক্তৃতায় তিনি এই টাকার উৎস সম্পর্কেও জানতে চান।
তিনি আরো বলেন, দুর্নীতি আজ দেশ গ্রাস করে ফেলেছে। সরকারের নানা জঞ্জালে দেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভোটের অধিকার বিপন্ন হওয়ার পথে। অর্থনীতির বিপর্যয় ঘটেছে। সংসদসহ দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের পথে। মানবাধিকার পদদলিত। সীমান্ত অরক্ষিত, প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে সীমান্তে। দেশে কোনো আইনের শাসন নেই। দেশে এমন দুঃশাসন চলছে, যার ফলে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ফাউন্ডেশন সভাপতি লে. কর্নেল (অব.) গাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় বিএনপির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ।