ঢাকার দুই সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে দুই দুই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। রাজধানীর গুলিস্থানে মহানগর নাট্যমঞ্চে ডিসিসি দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেলা ১১টা ২০ মিনিটে মেয়র পদের জন্য মনোনয়ন ফরম কেনেন ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন। উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, বহুল আকাঙ্ক্ষিত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করতে পেরে আমি আনন্দিত। দলীয় সমর্থন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আশা করি, দলের সমর্থন ঢাকাবাসী ও আমার পক্ষে থাকবে। নির্বাচন কমিশন ঘোষিত সময় অনুযায়ী আগামী ২৪ মে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ এপ্রিল, যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২ মে