আউশের উৎপাদন বাড়াতে পহেলা বৈশাখ থেকে সরকার কৃষকদের ৩৫ কোটি টাকা প্রণোদনা দেবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। মঙ্গলবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
প্রণোদনা প্যাকেজের আওতায় দেশের ৫৬টি জেলায় ৪৮ হাজার ৯৬৬ হেক্টর জমি অন্তর্ভুক্ত হবে-এ কথা জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ৩ লাখ ৫৫ হাজার কৃষক এর সুবিধা পাবে।মতিয়া চৌধুরী বলেন, কৃষকদের জনপ্রতি ৮ কেজি নেরিকা ধানের বীজ, ১৬ কেজি ইউরিয়া, ১০ কেজি টিএফপি এবং ১০ কেজি এমওপি সার দেয়া হবে।এ প্যাকেজ বাস্তবায়িত হলে ২০ হাজার মেট্রিকটন অতিরিক্ত চাল উৎপাদন হবে বলে আশা করছে সরকার।