আউশের উৎপাদন বাড়াতে পহেলা বৈশাখ থেকে সরকার কৃষকদের ৩৫ কোটি টাকা প্রণোদনা দেবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। মঙ্গলবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
প্রণোদনা প্যাকেজের আওতায় দেশের ৫৬টি জেলায় ৪৮ হাজার ৯৬৬ হেক্টর জমি অন্তর্ভুক্ত হবে-এ কথা জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ৩ লাখ ৫৫ হাজার কৃষক এর সুবিধা পাবে।মতিয়া চৌধুরী বলেন, কৃষকদের জনপ্রতি ৮ কেজি নেরিকা ধানের বীজ, ১৬ কেজি ইউরিয়া, ১০ কেজি টিএফপি এবং ১০ কেজি এমওপি সার দেয়া হবে।
এ প্যাকেজ বাস্তবায়িত হলে ২০ হাজার মেট্রিকটন অতিরিক্ত চাল উৎপাদন হবে বলে আশা করছে সরকার।
















