বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও মিরসরাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলীর জানাযা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়। তার নিজ জন্মস্থান উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের তাজমহল মসজিদ প্রাঙ্গনে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সহ সকল শ্রেণীর মানুষ সহ হাজারো মানুষের ঢল নামে।
জানাযায় অংশ নেন সাবেক মন্ত্রী ও মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই পৌর মেয়র এম শাহজাহান, বারইয়ারহাট পৌর মেয়র তাহের ভূঁঞা, আ’লীগ সাধারণ সম্পাদক নুরুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই কলেজের উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী, উপজেলা জামায়াতের আমির নুরুল করিম, যুবলীগ সভাপতি মোমিনুল ইসলাম টিপু, ছাত্রলীগ সভাপতি মোঃ তৌহিদ সহ প্রমুখ। উপজেলা পরিষদ. আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, রেডক্রিসেন্ট সোসাইটি, শিক্ষক সমিতি, উপজেলা চেয়ারম্যান পরিষদ সহ অগনিত রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার কবরে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
উল্লেখ্য,গত মঙ্গলবার(১০এপ্রিল) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী (৫৫) ব্রেনষ্টোকে ঢাকার শাহাব উদ্দিন প্রাইভেট ক্লিনিকে মারা যান।