আবদুল হাকিম রাজ,মৌলভীবাজার ঃ
অবশেষে প্রত্যাশিত বৃষ্টি চৈত্রের চৌচির মাঠে জিয়নস্পর্শ হয়ে নেমেছে। এ বৃষ্টির জন্য আহাজারি চলছিলো । চৈত্রের প্রলম্বিত খরায় মৌলভীবাজার জেলার হাওর সমতলের ইরিবোরো মাঠ ফেটে চৌচির হয়ে পড়েছিলো। বৃষ্টির অভাবে ধানের থোর থেকে শীষ বের হচ্ছিলো না অনেক এলাকায়। বৃষ্টির জন্য কৃষক মহল মানত এবং প্রার্থনার আয়োজন করেছিলেন স্থানে স্থানে। অতঃপর দু’পশলা বৃষ্টি হলেও গতকাল ১১ এপ্রিল পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয়েছে চা শিল্পাঞ্চল খ্যাত মৌলভীবাজার এলাকায়। স্বস্তির বৃষ্টি নামায় এ বৃষ্টিকে কৃষকরা ‘‘সোনা মেঘ’’ হিসেবে আখ্যায়িত করেছেন। এটি এ মৌসুমের তৃতীয় দফা বৃষ্টিপাত। এর আগে গত মার্চ মাসে দুই দফা বৃষ্টিপাত হয়েছে। শ্রীমঙ্গলের নাহার চা বাগানের ম্যানাজার পীযূষ কান্তি ভট্টাচার্য্য জানিয়েছেন,ত তাদের বাগান এলাকায় প্রায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরআগে গত ৯ মার্চ সাড়ে ৭ মিলিমিটার এবং ১৮ মার্চ ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এদিকে মার্চের বৃষ্টিপাতের কারণে গত মাসের তৃতীয় ও চতুর্থ সপ্তাহ থেকেই জেলার বেশ কয়েকটি চা বাগানে উৎপাদন শুরু হয়েছিল। বৃষ্টিপাতের কারণে জেলার সব ক’টি চা বাগানে আগামি দুই সপ্তাহের মধ্যে নতুন পাতা চয়ন সম্ভব হবে বলে আশা করছেন চা বাগান সংশ্লিষ্ট লোকজন। এ প্রভাব পরবে কৃষিতেও।