আলকায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনের ইয়েমেনি স্ত্রী ও পাঁচ সন্তানের পাকিস্তান ত্যাগের জন্য প্রয়োজনীয় কাগজ-পত্র তৈরি হয়ে গেছে এবং সউদি আরবের দুই স্ত্রী ও তিন সন্তানের কাগজ পত্র তৈরির কাজ চলছে।
ওসামা পরিবারের আইনজীবী মোহাম্মাদ আতিফ আজ এ কথা জানিয়েছেন। তিনি জানান,পাসপোর্ট এবং টিকেটসহ প্রয়োজনীয় কাগজ পত্র তৈরির জন্য ইসলামাবাদের সৌদি দূতাবাস এবং রিয়াদের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে।
এর আগে অবৈধ ভাবে বসবাসের অভিযোগ পাকিস্তানের একটি আদালত চলতি মাসের দুই তারিখে বিন লাদেনের তিন স্ত্রী, আমল আহমেদ আবদুল ফাত্তাহ, সিলহাম শারিফ এবং খাইরা হোসাইন সাবির ও দুই মেয়ে, ২১ বছর বয়সী সুমাইয়া এবং ১৭ বছর বয়সী মরিয়মকে দেড় মাসের কারাদণ্ড দিয়েছিলো।
পাকিস্তানে অবৈধভাবে ঢোকার দায়ে,গত মাসের ৩ তারিখে বিন লাদেনের তিন স্ত্রী ও দুই মেয়েকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। এ কারাদণ্ডের মেয়াদও ওই একই তারিখ হতে কার্যকর হবে বলে আদালতের রায়ে বলা হয়েছিলো।
কারাদণ্ডের বাকি মেয়াদ শেষ হতে আর মাত্র সাতদিন বাকি আছে এরপর ওসামা বিন লাদেনের পরিবারকে ইয়েমেন ও সৌদি আরবে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন তাদের আইনজীবী