পাবনার চাটমোহরে গত সোমবার একজন ভূয়া এইচএসসি পরীক্ষার্থী গ্রেফতার হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ শাহ চাটমোহর ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ভূয়া পরীক্ষার্থী হলো পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বুড়াখালি গ্রামের আঃ জলিলের ছেলে মোঃ মনিরুল ইসলাম (২২)। মনিরুল গতকাল সোমবার ইংরেজী ২য় পত্রের পরীক্ষায় তার খালাতো ভাই চাটমোহর উপজেলা পবাখালী গ্রামের ওমর আলীর ছেলে প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র মোঃ খাইরুল ইসলামের (রোল নং-৮১৮০৩৫) হয়ে অংশ নিচ্ছিল। এভাবে সে আগের পরীক্ষাতেও অংশগ্রহণ করে। কৌশলে প্রবেশপত্রের ছবিও পরিবর্তন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ শাহ থানা পুলিশের সহায়তায় পরীক্ষা কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করেন। এ ব্যাপারে চাটমোহর থানায় একটি মামলা হয়েছে।