চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের হাটহাজারী আওতাধীন সুবেদার পুকুর পাড় এলাকার বড় বানজ্যন ব্রিজের মূল্যবান লোহার এংগেল,নাট বল্ট চুরি হয়ে যাচ্ছে। রাতে চোরদল ব্রিজের রেলিংয়ের এংগেল কেটে নিয়ে যাওয়ার কারনে ঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে ব্রিজটি। এ অবস্থায় ঝুঁকি নিয়ে চলছে চট্টগ্রাম-রাঙ্গামাটিগামী বিভিন্ন যানবাহন। এতে যে কোন মূহুত্বে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।সরেজমিনে দেখা যায়, সুবেদার পুকুর পাড় থেকে ২ শত গজ পূর্ব পার্শ্বে বাইনজ্যন ব্রিজটি অবস্থিত। দেখা যায় ব্রিজের দক্ষিণ পাশে রেলিংয়ের এংগেল কেটে কেটে নিয়ে গেছে। স্থানীয় লোকজন এর সাথে কথা হলে তারা জানান,সন্ধ্যার পর চোর চক্রটি বেপরোয়া হয়ে এ সব চুরি করতে যায়। ব্রিজের উপর দিয়ে রাতে লোকজনের চলাফেরা নেই বলে চুরি করতে সুযোগ পায় চোরের দলটি। জায়গাটি অন্ধকার থাকায় লোকজনের চলাফেরা একেবারেই নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। এংগেল ও নাট বল্ট চুরি করে নিয়ে যাওয়ার ফলে ব্রিজটি ঝুঁকিপুর্ণ হয়ে যায়। এবং বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন বিশেষজ্ঞরা। এতে চট্টগ্রাম-রাঙ্গামাটিসহ বিভিন্ন উপজেলার সাথে চট্টগ্রামের সাথে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেতে পারে ।