মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
মোবাইল ফোনে এস,এম,এস এর মাধ্যমে আসা উত্তরপত্র দেখে লেখার সময় লাল চাঁদ নামের এক ছাত্র কে বহিষ্কার করা হয়েছে। পরে তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়।
ঘটনাটি ঘটেছে, গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্মপুকুর এইচ,এস,সি পরীক্ষা কেন্দ্রে।
এলাকাবাসী ও কলেজ সুত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার শ্যামকুড় বৌ বাজার গ্রামের ও পদ্মপুকুর ডিগ্রী কলেজের ছাত্র লাল চাঁদ ইংরেজী ২য় পত্র পরীক্ষার তিনটি প্রশ্নের উত্তর পত্র বাইরে থেকে মোবাইলের মাধ্যমে আসা এস,এম,এস গুলো দেখে লেখার সময় ঝিনাইদহের অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম হাতে নাতে ধরে ফেলেন। পরে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করে পুলিশ হেফাজতে পাঠিয়ে দেন।
কেন্দ্র সচিব ও পদ্মপুকুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হাই জানান, মোবাইল ফোন পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা নিষেধ থাকলেও উক্ত ছাত্র গোপনীয় ভাবে নিয়ে আসার কারণে এবং উত্তরপত্র দেখে লেখার সময় তাকে হাতে নাতে ধরে ফেলা হয়।
এ ব্যাপারে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খুব গোপনীয় ভাবে পরীক্ষা কেন্দ্রে মোবাইলের মাধ্যমে নিয়ে আসা নকল দেখে লেখার সময় তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করে পুলিশ হেফাজতে পাঠানো হয়।