পাবনা সংবাদদাতা
পাবনার চাটমোহর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার আমেনা মার্কেটে অবস্থিত বন্ধন ক্লিনিক ও নার্সিং হোমে গত শনিবার রাতে শল্যচিকিৎসার মাধ্যমে অসস্ত্রোপচার করে (সিজারিয়ান অপারেশন) সন্তান প্রসবের সময় শীলা খাতুন (২৫) নামের এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃত প্রসূতি পাশ্ববর্তী নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের বাগডোম গ্রামের সেলিস হোসেনের স্ত্রী ও চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধড়ইল গ্রামের আব্দুস সামাদের মেয়ে। মৃত প্রসূতি পারিবার জানায়, প্রসূতিকে শুক্রবার রাত ১০টায় ওই ক্লিনিকে ভর্তি হয়।
এ রাতেই বনপাড়া জাহেদা ক্লিনিকের মালিক ডাঃ জাহেদুল ইসলাম প্রসূতিকে অসস্ত্রোপচার করলে একটি পুত্র সন্তানের জন্ম হয়। এ সময় প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। ক্লিনিক মালিক ডাঃ আব্দুল মজিদ প্রসূতির লোকজনকে ডেকে অবস্থা সংকটাপন্ন জানিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন এবং নিজেই একটি মাইক্রোবাস ভাড়া করে রোগীকে ক্লিনিক থেকে রিলিজ করে দেন।
রাতেই প্রসূতিকে নিয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি করাতে গেলে সেখানে কতব্যরত চিকিৎসকরা জানান, প্রসূতি আগেই মারা গেছেন। গত শনিবার সকালে প্রসূতির পরিবারের লোকজন বন্ধন ক্লিনিকে এসে মালিক পক্ষের সাথে বাক-বিতন্ডা শুরু করেন।
এ ব্যাপারে ক্লিনিকের মালিক ডাঃ আব্দুল মজিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন প্রসূতির অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়েছে। উল্লেখ্য, এর আগেও বন্ধন ক্লিনিক, সেবা ক্লিনিক ও জেনারেল হাসপাতালে একই ভাবে ভুল অপারেশনের কারণে বেশ কয়েকজন প্রসূতি মায়ের মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটেছে। বার এই ক্লিনিকের ভূল চিকিৎসায় রোগীদের অকাল মৃত্যু হলেও অজ্ঞাত কারনে সংশ্লিষ্টরা পার পেয়ে যাচ্ছেন।