আগামী ২৪ মে ঢাকা উত্তর ও দক্ষিণে সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ সোমবার ঢাকার দুই সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ এপ্রিল, বাছাই ও চূড়ান্ত ২২-২৩ মে এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২ মে। ঢাকার দুই ভাগে প্রায় ৪০ লাখ ভোটার রয়েছে। গত ২০০২ সালের এপ্রিলে সর্বশেষ অবিভক্ত ডিসিসির নির্বাচন হয়।
আইন অনুযায়ী, ২৯ মের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ উপস্থিত ছিলেন। ইসি সচিব মোহাম্মদ সাদিক, দুই রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।