শৈলকুপা (ঝিনাইদহ) থেকে : শিহাব মল্লিক
ঝিনাইদহের শৈলকুপা ইউএনও’র মাধ্যমে ৮ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ, মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শৈলকুপা উপজেলা শাখা।
রবিবার সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শৈলকুপা উপজেলা শাখার উদ্যোগে ৮ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্র ইউনিয়ন সভাপতি কিশোর বিশ্বাস কাজল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি সুজন বিপ্লব বিশ্বাস, উপজেলা সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, সহসভাপতি মনির মাহমুদ সংগীত, সাংগঠনিক সম্পাদক এসকে লুসানুর রহমান প্রমুখ। বক্তাগণ শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক সংকট নিরসন ও অনার্স কোর্স চালু, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন, নিয়মিত ক্লাস গ্রহণ, নকল বন্ধ, শৈলকুপার কৃতি সন্তান ও কৃষক নেত্রী ইলা মিত্রের পৈত্রিক নিবাস উদ্ধার এবং তাঁর নামে গাড়াগঞ্জ-বাগুটিয়া সড়কের নামকরণসহ ৮ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান। সমাবেশ শেষে এ দাবির প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড শহরে বিক্ষোভ মিছিল করে।