মৌলভীবাজার থেকে আবদুল হাকিম রাজ,৮এপ্রিলঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গত ৭ এপ্রিল বিকালে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ি ভাংচুর করে নগদ ৮৫ হাজার টাকা ও স্বর্নের চেইন লুট করে নেয়ার সময় মহিলা সহ ২ জন আহত হয়েছেন। গুরুতর আহত শাহেদ আলমকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত আহত শাহেদ আলম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার স্ত্রী ফাতেমা বেগমকে প্রাথমিক চিকিংসা দেয়া হয়েছে। হাসপাতাল ও আহত শাহেদ আলমের পারিবারিক সুত্রে জানা যায়- পূর্ব শত্রুতার জের ধরে গত ৭ এপ্রিল বিকাল ৪ টার দিকে জহুর মিয়ার পুত্র মোজাহিদ মিয়া ও জয়নুল মিয়া, মৃত মুসলীম মিয়ার পুত্র জফুর মিয়া, আব্দুর নুর ও তার পুত্র সোহেল মিয়া, সুমন মিয়া ও নজরুল ইসলাম প্রথমে শাহেদ আলমকে ডাকতে তাকে ডাকাডাকি করে দরজা খুলতে বলে। শাহেদ আলম ঘরের দরজা খোলা মাত্রই তারা ঘরে ঢুকে তাকে বেধরক পেটাতে শুরু করে। তার আর্তচিৎকারে তার নববিবাহিতা স্ত্রী ফাতেমা বেগম এগিয়ে আসলে তাকেও মারধর করে তার গলায় থাকা স্বর্নের চেইন ও আলমারি ভাংচুর করে নগদ ৮৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। সন্ত্রাসীরা চলে যাবার পর প্রতিবেশী তজমুল মিয়া (১), তজমূল মিয়া (২) ও আকবর মিয়া, গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে শাহেদের অবস্থার অবনতি ঘটলে আশংকাজনক অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় রাজনগর থানায় মামলা দায়ের করা হলেও এ রির্পোট লেখা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলাটি রেকর্ড করেননি।