মু.দি.আলম, মিরসরাই(চট্টগ্রাম)
দীর্ঘ আট বছর পর মেয়ে সন্তান জন্ম হওয়ায় খুশির সীমা ছিলনা নুর নবীর। নবজাতক শিশু সন্তানকে কোলে নিয়ে আনন্দে হাসপাতাল থেকে বাড়ী ফিরছিলেন নুরনবী (৩৫)। বাড়িতে নিয়ে সবাইকে দেখাবে তার সন্তান। এমন আশা নিয়েই মিরসরাই সদরের মাতৃকা হাসপাতাল থেকে সিনএজি যোগে স্ত্রী, ছেলে ও সদ্য জন্ম নেয়া মেয়ে সন্তানকে নিয়ে তার গ্রামের বাড়ী উপজেলার ৬ নম্বর ইছাখালীতে যাচ্ছিল। কিন্তু বিধিবাম হাসপাতাল থেকে আধা কিলোমিটার যাওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় একটি ক্যাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে মারা যান নুরনবী। এসময় আহত হয় তার স্ত্রী ফেরদৌস আরা বেগম (২৭), ছেলে সাজ্জাদ হোসেন (৮)। এদের মধ্যে ছেলে সাজ্জাদের অবস্থা আশংকাজনক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে।এদিকে মাতৃকা হাসপাতালে গিয়ে দেখা যায়, নুরুনবীর মৃত্যুতে তার আত্নীয়-স্বজনদের আহাজারিতে হাসপাতালে পরিবেশ ভারী হয়ে উঠে।
মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জামসেদ আলম বলেন, পাঁচদিন পূর্বে নুরনবীর একটি মেয়ে সন্তান জন্ম নেয়। গত শনিবার বিকেলে তার স্ত্রী সন্তান নিয়ে সে আমার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ী ফিরছিল। কিন্তু তার ২০ মিনিট পরেই খবর শুনলাম সে মারা গেছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি শুনে খুবই কষ্ট পেয়েছি। যে মানুষটি কিছুক্ষণ আগেই আমার সাথে কথা বলে গেল। সেই মুহর্তে পৃথিবীর মায়া ছেড়ে পরপারে চলে গেল।তিনি আরো বলেন, ছেলে সাজ্জাদের অবস্থা খুবই সংকটাপন্ন তারও বেঁচে থাকার সম্ভাবনা নেই। কিন্তু সদ্য জন্ম নেয়া মেয়েটির কিছুই হয়নি বলে জানান তিনি।