কালিয়াকৈর(গাজীপুর)বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকা থেকে রোববার বিকেলে গাজীপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের কর্মকর্তারা ও কালিয়াকৈর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০৫০ বোতল ফেনসিডিল ও এক কেজি হিরোইন উদ্ধার করে। এসময় ফেনসিডিল বহন কারী একটি ট্রাক ও একটি কভার্ড ভ্যানসহ ৪ জনকে গ্রেপ্তার করে।
পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তর সুত্রে জানা যায়, পঞ্চগড়ের বজনপুর থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট -১৬-৫৪৩২)পাথর ভর্তি করে গাজীপুর সদর উপজেলা জয়দেবপুরে যাওয়ার জন্য রওয়ানা হয়। পথি মধ্যে পাথরের নিচে নিচে ৫ বসত্মা ভর্তি ফেনসিডিল ও হিরোইনের একটি চালান উঠিয়ে নিয়ে আসে। ফেনসিডিল ও হিরোইন ভর্তি ট্রাকটি কালিয়াকৈর বাজার এলাকায় পৌছালে অপর একটি কভার্ড ভ্যানের ভিতর (ঢাকা মেট্রো-ন ১৬-০৯২৪) ওই ফেনসিডিলের বসত্মাগুলো স্থানামত্মর করে । পরে ট্রাক ও কভার্ডভ্যানটি জয়দেবপুরে দিকে রওনা দেয়। এ সময় গাজীপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকা থেকে ওই ট্রাক ও ফেনসিডিল ভর্তি কভার্ড ভ্যানটি আটক করে। এ সময় কভার্ড ভ্যানের ভিতর থেকে বড় ৫ বসত্মা ফেনসিডিল উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ট্রাক চালক মুকুল হোসেন(৩৫) , কভার্ডভ্যানের চালক বিলস্নাল হোসেন (৩৩), ট্রাকের হেলপার ফারম্নক হোসেন(২৮), পাথর সাপস্নাইয়ার সেলিম হোসেন(২৫)কে আটক করে গাজীপুর মাদক দ্রব নিয়ন্ত্রক অধিদপ্তরে নিয়ে যায়। গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা দেওয়ান জিলস্নুর রহমান জানান, মাদক আইনে আটককৃতদের বিরম্নদ্ধে মামলা করা হয়েছে।