প্রথম আলোসহ চারটি জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, প্রকাশক, প্রতিবেদকসহ ১৩ জনের বিরুদ্ধে মানহানির মামলা করেছে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনি-২০০০ লিমিটেড। মামলায় পাঁচ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়। রোববার দুপুরে চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে ডেসটিনির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন মামলাটি করেন। অন্য তিন পত্রিকা হলো যুগান্তর, নয়াদিগন্ত ও যায়যায়দিন। বিচারক এস এইচ আল শামস জগলুল হোসেন বিবাদীদের প্রতি সমন জারির আদেশ দেন। আদালত আগামী ১০ জুন সমন জারি সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।মামলায় অভিযোগ করা হয়, ডেসটিনির বিরুদ্ধে মানহানিকর সংবাদ পরিবেশন করায় বাদী সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন।