জীবননগর প্রতিনিধি: ইসলামী ব্যাংকের জীবননগর এসএমই কৃষি শাখার উদ্যোগে বুধবার স্থানীয় শাখা কার্যালয়ে বিভিন্ন পেশাজীবীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। ব্যাংকের এক’শ দিনের সেতু বন্ধন কর্মসুচির আওতায় এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক ছিলেন শাখা ব্যবস্থাপক শেখ তরিকুল ইসলাম। ব্যাংকের সেকেন্ড অফিসার শামসুল আলমের সভাপতিত্বে মতবিনিময়সভায় আরও বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা শেখ সা’দাত, হাফেজ ইকবাল হোসেন, নাসির উদ্দীন, অ্যাড. আব্দুর রশিদ, ডা. নাজমুল আরেফিন প্রমুখ। বক্তারা ইসলামী ব্যাংকের সেবা, সুবিধা, বিনিয়োগ পদ্ধতি, মুনাফা এবং জাতীয় অর্থনীতিতে ইসলামী ব্যাংকের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে ডাক্তার, শিক্ষক, আইনজীবী ও ইমামসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালকের ভূমিকা পালন করেন ব্যাংক কর্মকর্তা মোস্তাক আহম্মেদ।