আবহাওয়া অনুকূলে থাকায় পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলের অধ্যুষিত উপজেলা গুলোতে চলতি মৌসুমে গমের বাম্পার ফলন হয়েছে। বাজারে গমের ভালো দাম পেয়ে কৃষকের চোখে মুখে হাসির ঝিলিক বইছে । এলাকা জুড়ে পুরোদমে চলছে গম কাটা ও মাড়াইয়ের কাজ। চাটমোহর কৃষি বিভাগ সূত্র জানা গেছে, গত বছরের আবাদের তুলনায় এবার ৪০০ হেক্টর বেশি জমিতে গমের আবাদ হয়েছিল। যদিও এ বছর কৃষি বিভাগের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। চলতি বছর উপজেলায় গমের লক্ষ্যমাত্রা ধরা হয় ৪ হাজার ৮০০ হেক্টর। আবাদ হয় ৪ হাজার ৫০০ হেক্টরে। সূত্রমতে, গত বছর প্রতি হেক্টর জমিতে গমের ফলন ছিল ৩ টন। এ বছর শুরুতেই প্রতি হেক্টর জমিতে ৩ দশমিক ১ টন ফলন পাওয়া যাচ্ছে। ফলনের পরিমাণ ৩ দশমিক ৫ টন ছাড়িয়ে যাবে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ।
স্থানীয় কৃষকরা জানান, এক বিঘা জমিতে গমের আবাদ করতে এ বছর খরচ পড়েছে ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকা। বিঘা প্রতি ফলন পাওয়া যাচ্ছে ১২-১৩ মণ। বাজারে নতুন গম বিক্রি হচ্ছে সাড়ে ৬০০ থেকে ৮০০ টাকা মণ দরে। উপজেলার ছাইকেলা গ্রামের আনোয়ার হোসেন জানান, আমি ১২ বিঘা জমিতে গম চাষ করেছি। আবাদ করতে খরচ হয়েছে প্রায় অর্ধলক্ষ টাকা। ফলন প্রায় দেড়শ’ মণ, যার বাজারদর ১ লাখ ৫ হাজার টাকা। এব্যাপারে চাটমোহর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ রওশন আলম জানান, এ বছর তাপমাত্রা ও আবহাওয়া অনুকূলে থাকায় গমের বাম্পার ফলন হয়েছে। সুষম সারের কোনো ঘাটতি ছিল না। এ বছর হেক্টর প্রতি ৩ দশমিক ৪ টন হারে গমের ফলন পাওয়া যাবে বলে আশা করছি।