কালিয়াকৈর(গাজীপুর)বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শনিবার বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ নৌবাহিনীর একটি টর্পেডো বোট বাংলাদেশ স্কাউটসকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে সহকারী নৌবাহিনীর প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম ফরিদ হাবিব, এনডিসি, পিএসসি, বিএন বাংলাদেশ স্কাউটসসের সভাপতি ও প্রাক্তন মুখ্য সচিব মো. আব্দুল করিমের কাছে বোটটি হস্তান্তর করেন। পরে দুই জনের মধ্যে স্বারক ক্রেস্ট বিনিময় করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রিয়ার এডমিরাল ফরিদ হাবিব বলেন, বাংলাদেশ স্কাউটস্ এর বিভিন্ন কর্মকান্ডের ভুয়সী প্রশংসা করেন এবং স্কাউট ছাত্র-ছাত্রী ও লিডারদের উদ্দেশ্যে লেখাপড়ার পাশাপাশি এ জাহাজ পরিদর্শন করে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সম্পর্কে সম্যক ধারণা লাভে সক্ষম হবে। এছাড়াও দেশমাতৃকার বিশাল সমুদ্রসীমা রক্ষায় “শামিত্মতে সংগ্রামে সমুদ্রে দূর্জয়” এ মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে দেশের তরম্নণ প্রজন্ম বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানে আগ্রহী হবে। তিনি বলেন, স্কাউটের মাধ্যমে যোগ্য নেতৃত্বদান কারীকে নাবিক হিসেবে যোগদানের এবং জিপিএ-৫ প্রাপ্তদেও সরাসরি নৌকর্মকর্তা হিসেবে নিয়োগদানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। এ সময় বাংলাদেশ স্কাউটস্ এর সভাপতি বক্তব্যে স্কাউটসের প্রশিক্ষণের জন্য বাংলাদেশ নৌবাহিনীর টর্পেডো বোট হসত্মামত্মর করায় নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার মোঃ রফিকুল ইসলাম খানসহ উর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা, কর্মচারী, নৌ স্কাউট ও লিডারগণ উপস্থিত ছিলেন।