এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ মেলা থেকে ফিরে: বাগেরহাটের মোড়েলগঞ্জের লক্ষীখালী গ্রামে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী মতুয়া সম্প্রদায়ের বাৎসরিক মেলা ও বারুণী স্নানোৎসব। আজ বুধবার ছিল ৮৫তম এ মেলার প্রথম দিন। মেলায় মতুয়া সম্প্রদায় ভারত বর্ষের সভাপতি ঠাকুর নগর পশ্চিবঙ্গের কপিল কৃষ্ণ ঠাকুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মতুয়া সংঘ বাংলাদেশের সভাপতি ওরাকান্দি বরিশালের সুব্রত ঠাকুর ও এ মেলার বারুনী স্নানে অংশ গ্রহন করেন। ভারত ও বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিবছর গোপাল চাঁদ সাধু ঠাকুরের বাড়িতে অনুষ্ঠিত বাৎসরিক মেলা ও বারুণী স্নানে (চৈত্র মাসের পূর্নীমার ২ দিন পূর্বে) ৪ লক্ষাধীক লোকের সমাগম ঘটে। আগামী শুক্রবার তিনদিন ব্যাপী এ মেলার সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন প্রায়াত গোপাল চাঁদ সাধু ঠাকুরের ৫ম বংশধর সাগর সাধু ঠাকুর।