ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী পুড়োপাড়া বাজারের চাতার ব্যবসায়ী কামরুজ্জামান কাকনকে অপহরনের ২১ দিন পার হলেও উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পরিবারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন থানা পুলিশ, জেলা পুলিশ সুপার, র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীকে একাধিক বার জানিয়ে কোন ফল হয়নি। ফলে পরিবারের সদস্যরা চরম আতংকের মধ্যে দিন কাটাচ্ছে।
এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানাগেছে, গত ১৬ মার্চ রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা যশোরের চৌগাছা উপজেলার আন্দুলিয়া গ্রামের মুকুল মিয়ার পুত্র বিশিষ্ট চাতাল ব্যবাসায়ী কামরুজ্জামান কাকন (৩২)কে মহেশপুর উপজেলার পুড়োপাড়া বাজারের পাশ থেকে রাত সাড়ে আটটার দিকে কাজ শেষে মটর সাইকেল যোগে বাড়ী ফেরার সময় সন্ত্রাসীরা একিট মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। অপহরনের পর থেকে কামরুজ্জামান কাকনের সাথে পরিবারের সদস্যরা একাধিকবার যোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
এঘটনায় ঝিনাইদহ আদালতে ও চৌগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।