ডেস্ক রিপোর্ট:
পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধ না হলে ৮ এপ্রিল থেকে দক্ষিণাঞ্চলের ২২টি রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন করে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা এ ঘোষণা দিয়েছেন।
পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে চাঁদাবাজি, যাত্রী হয়রানি, দালালচক্র ও রাজনৈতিক পরিচয়দানকারী ক্যাডারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলী খবির খান বলেন, একটি দালাল চক্র ফেরিঘাটে কৃত্রিম যানজট সৃষ্টির লক্ষ্যে ট্রাকগুলোকে টার্মিনালে দাঁড় না করিয়ে সরাসরি ফেরিঘাটে নিয়ে আসছে। এর ফলে বাস ও ট্রাক একই লাইনে দাঁড়িয়ে থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি করছে। পণ্যবাহী প্রতিটি ট্রাক থেকে এক-দেড় হাজার টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়। অন্যদিকে দালাল চক্রের সঙ্গে আঁতাতের কারণে বিআইডব্লিউটিসি প্রতিদিন প্রয়োজনের তুলনায় কমসংখ্যক ফেরি চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ফেরিঘাটে আগে যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ওঠানোর ব্যবস্থা করা হলেও বর্তমানে সেই নিয়ম মানা হচ্ছে না। দুই বছর ধরে এই অবস্থার অবনতি ঘটতে শুরু করে। অব্যবস্থার কারণে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকা পৌঁছাতে স্থানভেদে পাঁচ-সাত ঘণ্টার পরিবর্তে ১২-১৫ ঘণ্টা সময় লাগছে।
ফেরিঘাটের সুষ্ঠু ব্যবস্থা ফিরিয়ে আনতে ফেরিতে ওঠার জন্য চাঁদাবাজি বন্ধ, পর্যাপ্ত ফেরির ব্যবস্থা করা, ফেরির গতি বাড়ানোসহ সংবাদ সম্মেলনে সাত দফা দাবি তুলে ধরা হয়। সম্মেলনে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতা ফারুক তালুকদার, এরশাদ উল্লাহ, হুমায়ূন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।