পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক দেশটির জামাত উদ দাওয়ার প্রধান হাফিজ সাঈদকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কার ঘোষণার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাকিস্তানের জিও টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ প্রশ্ন তুলেন। তিনি বলেছেন, “আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এ বিষয়ে জানানো হয়নি। বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পরই আমরা প্রশ্ন করতে পারব যে, যুক্তরাষ্ট্র কিসের ভিত্তিতে ওই পুরস্কার ঘোষণা করেছে।” হাফিজ সাঈদ পাকিস্তানে মার্কিন বিরোধী আন্দোলন জোরদার করার পর ওই ঘোষণা দেয়া হলো।
মার্কিন ওই ঘোষণার পর হাফিজ সাঈদ গণমাধ্যমকে বলেছেন, যুক্তরাষ্ট্রের এ ঘোষণা উদ্দেশ্য প্রণোদিত। মূলত: আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর রসদ সরবরাহের পথ বন্ধ রাখার দাবিতে পাকিস্তান জুড়ে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়ার কারণেই প্রতিহিংসাবশত: তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পুরস্কার ঘোষণার নাটক করেছে বলে তিনি দাবি করেন।
সম্প্রতি মার্কিন সরকার পাকিস্তান ভিত্তিক সংগঠন জামাত উদ দাওয়া’র প্রধান হাফিজ সাঈদকে ধরিয়ে দেয়ার জন্য এক কোটি মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করেছে। ভারত সরকার মার্কিন ওই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। মার্কিন ও ভারত সরকার হাফিজ সাঈদকে মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী বলে মনে করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আকবর উদ্দিন বলেছেন, এ ঘোষণা লশকরে তৈয়বার সদস্য ও দলটির মদদ দাতাদের কাছে শক্তিশালী বার্তা পাঠিয়েছে।
ভারত ও মার্কিন সরকার সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সমঝোতা জোরদার করেছে এবং উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবেলায় গোয়েন্দা সহযোগিতাসহ অন্যান্য সহযোগিতা জোরদার করেছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উল্লেখ করেন।