এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ থেকে: বাগেরহাটের সাইনবোর্ড থেকে মোড়েলগঞ্জ হয়ে শরণখোলার বগি এলাকা পর্যন্ত ঘোষিত মহা সড়কটি সংস্কারের অভাবে কয়েক লক্ষ লোকের নৈমিত্তিক দূর্ভোগে পরিনত হয়েছে। প্রায় ১০বছর পূর্বে এই ৬৫ কি.মি সড়ককে ‘‘মহাসড়ক’’ ঘোষনা করা হলেও ওই ঘোষনা অনুযায়ী সড়কটির কোনই উন্নতি ঘটেনি। গত ২/৩ বছরে এ সড়কে কোন সংস্কার কাজ ও না হওয়ায় কয়েক হাজার ক্ষত এখন সড়কটির বুকে। ফলে মোড়েলগঞ্জ শরণখোলা থেকে বাগেরহাট, খুলনা, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকায় যাতায়তকারি যানবাহনগুলো চলছে ঝুকি নিয়ে। শুধু কাগজপত্রেই এটি একটি মহাসড়ক হয়ে আছে। ভগ্ন দশার কারণে গত ৩ মাসে এ সড়কে দূর্ঘটনায় ৫ জনের মৃত্যু ঘটেছে আহত হয়েছে শতাধীক মানুষ। সুন্দরবন সংলগ্ন দেশের দক্ষিন সিমান্তের উপজেলা মোড়েলগঞ্জ ও শরণখোলার সাড়ে ৫ লক্ষ মানুষের জন্য এই কাগুজে মহাসড়কটি ক্রমশ মরণ ফাঁদে পরিনত হচ্ছে। জনগুরুত্বপূর্ন এ সড়কটির আশু সংস্কার দাবি করেছে এলাকাবাসি।