জাপানে বসন্তকালীন তুফানে অন্তত: ২ জন নিহত এবং ১৬৩ জন আহত হয়েছে। এদিকে আবহাওয়া প্রচণ্ড ঝড়ো হয়ে উঠতে পারে বলে জাপানের কর্তৃপক্ষ হুশিয়ারি উচ্চারণ করেছে ।
মধ্য জাপানের তোয়ামা নগরীতে ঝড়ো বাতাসে একটি স্টোররুম ধসে ৮১ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। অন্যদিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় নগরী মিতোইয়ো’তে একটি গুদাম ধসে নিহত হয়েছেন ৬৯ বছর বয়সী এক মহিলা।
ঝড়ো আবহাওয়ার কারণে জাপানের বিভিন্ন এলাকায় বুলেট ট্রেন সার্ভিস বাতিল করে দিতে হয়েছে এবং বিমানের প্রায় সাতশ’ ফ্লাইটও বাতিল করা হয়েছে। ফলে হাজার হাজার যাত্রী সমস্যায় পড়েছেন ও সমগ্র জাপানের যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী টোকিওসহ জাপানের উত্তরাঞ্চলে ঝড়ের হুশিয়ারি দিয়েছে আবহাওয়া দফতর। মধ্য এবং পশ্চিম জাপানে ঝড়ো বাতাসে সাড়ে পনর হাজারের বেশি ঘর-বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
জাপানের পশ্চিমাঞ্চলীয় নগরী ওয়াকাইয়ামা’তে ঝড়ো বাতাসের গতি ঘন্টায় দেড়শ কিলোমিটার ছিলো । দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দ্বীপ শিকোকু’র কেপমুরোতো’তে বাতাসের গতি ঘন্টায় ১২৩ কিলোমিটার ছিলো বলে কিউডো নিউজের বরাত দিয়ে জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে।
জাপানের পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় দ্বীপ তকুনোশিমা’র বিমান বন্দরে ঘন্টায় ৫৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নিম্নচাপের ফলে উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলীয় জাপানে আগামীকাল পর্যন্ত ঝড়ো বাতাস বয়ে যেতে পারে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে জাপানের আবহাওয়া বিভাগ।