ডেস্কত রিপোর্ট:
দৈনিক সংগ্রামের প্রকাশক, সম্পাদক, প্রতিবেদক ও ফেনীর কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে বলা হবে না- তা জানাতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, সংগ্রাম প্রকাশক, সম্পাদক, প্রতিবেদক ও ফেনীর সংশ্লিষ্ট আইনজীবীদের ১৬ এপ্রিল আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
আদালত অবমাননার অভিযোগে জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামে একটি সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আজ সোমবার এই আদেশ ট্রাইব্যুনাল। সংবাদটি ‘পুলিশকে দেওয়া জবানবন্দি সাক্ষ্য হিসাবে গ্রহণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফেনীর আইনজীবীগণ’ শিরোনামে আজ পত্রিকাটির তৃতীয় পৃষ্ঠায় প্রকাশিত হয়।
জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের মামলায় প্রসিকিউশন ৪৬ জনের তদন্তকালীন জবানবন্দি সাক্ষ্য হিসেবে নথিভুক্ত করার আবেদন করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ২৯ মার্চ ১৫ জনের ক্ষেত্রে ওই আবেদন গ্রহণ করে।
দৈনিক সংগ্রামের প্রকাশিত খবরে বলা হয়, “পুলিশের কাছে দেওয়া মিথ্যা ও বানোয়াট বক্তব্যকে সাক্ষ্য হিসাবে গ্রহণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফেনী জেলার বিশিষ্ট আইনজীবীগণ। আইনজীবীগণ বলেন, সাক্ষ্য আইন অনুযায়ী সাক্ষীকে আদালতে এসেই সাক্ষ্য দিতে হবে। আদালতে এসে না বলা পর্যন্ত কোনো বক্তব্যই সাক্ষ্য হিসাবে বিবেচিতত হবে না।….এই ধরনের বক্তব্য সাক্ষ্য হিসাবে গ্রহণের মাধ্যমে প্রমাণিত হয়, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল একটি দলীয় ট্রাইব্যুনাল।”