ডেসক রিপোর্ট,২ এপ্রিল : পাকিস্তানের একটি আদালত ওসামা বিন লাদেনের তিন স্ত্রী ও দুই মেয়েকে দেড় মাসের কারাদণ্ড দিয়েছে। পাকিস্তানে অবৈধভাবে বসবাসের দায়ে তাদেরকে এ শাস্তি দেয়া হয়েছে। একই সঙ্গে আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার রুপি জরিমানাও করেছে। বিন লাদেনের কনিষ্ঠ স্ত্রীর ভাই, ইয়েমেনের নাগরিক জাকারিয়া আহমেদ আবদুল ফাত্তাহ আজ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
পাকিস্তানে অবৈধভাবে ঢোকার দায়ে,গত মাসের ৩ তারিখে বিন লাদেনের তিন স্ত্রী ও দুই মেয়েকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। এ কারাদণ্ডের মেয়াদও ওই একই তারিখ হতে কার্যকর হবে বলে আদালত নির্দেশ দিয়েছে। এ ছাড়া, বিন লাদেনের স্ত্রীদেরকে তাদের নিজ নিজ দেশে দ্রুত পাঠানোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। এই প্রক্রিয়া শেষ হতে দুই সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবী মোহাম্মদ আমির।
গত বছরের মে মাসে অ্যাবোটাবাদে মার্কিন মেরিন কমান্ডোদের হামলা এবং বিন লাদেন নিহত হয়েছে বলে ঘোষণার পর থেকে লাদেনের তিন স্ত্রীসহ পরিবারের সদস্যদের একই বাড়িতে আটক রাখা হয়। বিচারের কার্যক্রম এখানেই চলেছে এবং এর আগে এ বাড়িকে সাব জেল হিসেবে ঘোষণা করা হয়।#