কালিয়াকৈর(গাজীপুর)বিশেষ সংবাদদাতা,2 এপ্রিল:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় বাস চাপায় শ্রমিক নিহত হওয়ার গুজবকে কেন্দ্র করে রাসত্মায় আগুন জ্বালিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও গাড়ী ভাংচুর করেছে শ্রমিকরা। হাইওয়ে ও থানা পুলিশ উপস্থিত হয়ে ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়।
গতকাল সোমবার সকাল ৮ টার দিকে উপজলার তেলিরচালা এলাকায় সেজাদস্ ডিজাইন লিঃ ফ্যাক্টরীর শ্রমিক জহিরম্নল ইসলাম ওই ফ্যাক্টরীর ষ্টান্ডে বাস থেকে নামলে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী পিংকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস জহিরম্নলকে ধাক্কা দিলে গুরম্নতর আহত হয়। তাকে গুরম্নতর আহত অবস্থায় উত্তরা বাংলাদেশ মেডিকেলে ভর্তি করা হয়। তার মৃত্যূর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা বিÿুদ্ধ হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ৩ ঘন্টা অবরোধ করে রাখে। এ সময় শ্রমিকরা রাসত্মায় আগুন জালিয়ে রাসত্মা অবরোধ করে বিক্ষোভ করে। এতে রাসত্মার উভয় পার্শ্বে প্রায় ৩০কিঃমিঃ যানজটের সৃষ্টি হয় । এসময় সহস্রাধিক যাত্রী দীর্ঘ সময় জানযটের কারনে তারা গাড়ি থেকে নেমে রাসত্মার পাশে গাছে নীচে অবস্থান নেয়। সেজাদস্ ফ্যাক্টুরীর প্রায় ৩০০ শতাধিক শ্রমিকরা পাশ্ববর্তী পেপসি কোম্পানীর (ট্রান্সকম বেভারেজ) শ্রমিকদের কাজ বন্ধ করে তাদের সাথে আন্দোলনে যোগ দিতে বললে পেপসির শ্রমিকরা আন্দোলনে যোগ না দেয়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা পেপসির কোম্পানীর মেইন গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কর্মরত শ্রমিকদের উপর হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। সংঘর্ষে উভয় ফ্যাক্টুরির ২৫জন শ্রমিক গুরম্নতর আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ব্যার্থ হয়।পরে কালিয়াকৈর থানা ওসি রবিউল ইসলাম ও শিল্প পুলিশ এসে বিক্ষুদ্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।।এরিপোর্ট লেখা পর্যমত্ম ওই ফ্যাক্টুরীর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।