ডেস্ক রিপোর্ট: মিয়ানমারের উপ-নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি জয়লাভ করেছে।
দেশটির নির্বাচন কমিশন আজ আনুষ্ঠানিক এ ঘোষণা দিয়েছে। গতকাল এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং স্বতন্ত্র ও ১৭টি রাজনৈতিক দলের একশ’ ৫৭ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে।
নির্বাচনে ৪৫ আসনের মধ্যে এনএলডি এ পর্যন্ত ৪০টি আসনে বিজয়ী হয়েছে। এর মধ্যে মিয়ানমারের প্রতিনিধি পরিষদের ৩৫টি, জাতীয় পরিষদের তিনটি এবং প্রাদেশিক সংসদের দুইটি আসনে এনএলডি বিজয়ী হয়েছে। দলটি ইয়াঙ্গুনের ছয়টি এবং দেশটির প্রশাসনিক রাজধানী নেইপেইতাও’র চারটি আসনের সবগুলোতে বিজয়ী হয়েছে।
মিয়ানমারের নতুন বেসামরিক সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথম দেশটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হলো।#