কালিয়াকৈর(গাজীপুর)উপজেলা সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর-বড়ইবাড়ী রাসত্মার সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদ করায় রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রকৌশলী অফিসের এক কর্মকর্তাকে পিটিয়ে গুরম্নতর আহত করা হয়েছে। এলাকা বাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সফিপুর-বড়ইবাড়ী সড়কের সংস্কার কাজের ঠিকাদার নিয়োগ দেওয়া হয় ফারম্নক ট্রেডার্সের মালিক ফারম্নক হোসেনকে। ওই নির্মাণ কাজের তদারকি করতে রোববার সকালে অফিস কার্য সহকারী আনোয়ার হোসেন প্রতিদিনের রম্নটিন হিসাবে তদারকী করতে যান। ওই সময়ে নিন্মমানের কাজ করায় তিনি প্রতিবাদ করেন এবং কাজের সিডিউল অনুযায়ী কাজ করতে অনুরোধ করেন। এসময় ÿÿপ্ত হয়ে ঠিকাদার ফারম্নক হোসেনসহ ২-৩ জন তাঁকে পিটিয়ে গুরম্নতর আহত করে। খবর পেয়ে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে। ঠিকাদার ফারম্নক হোসেন জানান, তাঁকে আমি মারি নাই আমার এক লেবার তাঁকে মারধর করেছে।
কালিয়াকৈর উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, এব্যাপারে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।