জাতীয় দুর্যোগ প্রস্ত্ততি দিবস উপলক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ছাত্র শিক্ষক জনতা, এসো গড়ি দুর্যোগ সচেতনতা’ এ শ্লোগান নিয়ে বৃহস্পতিবার (২৯ মার্চ) মিরসরাই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষ্যে র্যালী ও শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালী শেষে আলোচনা সভায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে মহাজোট সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে আশ্রয় কেন্দ্র স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, মিরসরাই মেয়র এম শাহজাহান, বারইয়ারহাট পৌর মেয়র আবু তাহের ভূঁঞা, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস, জনস্বাস্থ্য প্রকৌশলী কে এম সাঈদ মাহমুদ, সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিন, একাডেমিক সুপারভাইজার ডিএম সালাউদ্দিন, শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ প্রমুখ।