মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার ও প্রবীণ আওয়ামীলীগ নেতা আবুল হাশিমকে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবী জানান মিরসরাইয়ের মুক্তিযোদ্ধারা। অভিযুক্তকে গ্রেফতার না করলে ঢাকা-চট্টগ্রামমহাসড়ক অবরোধের হুমকি দিয়েছে মুক্তিযোদ্ধারা।গত মঙ্গলবার (২৭ মার্চ) রাত নয়টার সময় উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ বাজারে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক জিয়াউল হক আবুল হাশিমকে লাঞ্ছিত করে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আবুল হাশিম বাদি হয়ে মিরসরাই থানায় মামলা দায়েরের প্রস্ত্ততি নিচ্ছিলেন।এ দিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেফতার না করলে সমাবেশ, মানব বন্ধন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধেরও হুমকি দিয়েছেন মিরসরাইয়ের মুক্তিযোদ্ধারা।মুক্তিযোদ্ধা আবুল হাশিমকে লাঞ্ছনার ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কাছে বৃহস্পতিবার (২৯ মার্চ) উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের দাবী জানান মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতারা। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতা নজরুল ইসলাম বাচ্চু জানান, সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের জন্য তাৎক্ষনিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমিতে মাটি ভরাটের প্রতিবাদ করায় গত মঙ্গলবার রাতে ওয়াহেদপুর ইউনিয়নের ছাত্রলীগের আহবায়ক জিয়াউল হক অতর্কিতভাবে আবুল হাশিমের উপর চড়াও হয়। প্রকাশ্যে বাজারের মধ্যে তাকে ধাক্কা দেয় এবং গালাগাল করে। পরে লোকজন এসে তাকে (আবুল হাশিমকে) উদ্ধার করে।
এ ঘটনায় পুরো এলাকায় ক্ষোভের সৃষ্টি হলেও এলকাবাসী জিয়াউল হক ও তার লোকজনের ভয়ে প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল হাশিম বলেন, ‘আমি বিষয়টি মিরসরাইয়ের সাংসদ মোশাররফ হোসেন ও উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনকে জানিয়েছি। থানায় মামলা দায়ের করছি।’উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার কবির আহমদ বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে আসামীকে গ্রেফতার করতে হবে। আর তা না হলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষনের জন্য প্রয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।মিরসরাই থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা এই মুহুর্তে বাইরে আছেন। তিনি আসলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।