কালিয়াকৈর (গাজীপুর)উপজেলা সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ভান্নারা এলাকার দেইয়ু বাংলাদেশ লিমিটেড ইউনিট-২ নামক সোয়েটার কারখানায় গতকাল শনিবার সকালে কর্তৃপক্ষ কাজের মুজুরী কম দেওয়ায় শ্রমিকরা কর্ম বিরম্নতী ও বিক্ষোভ সমাবেশ করেছে। ওই সময় উত্তেজিত শ্রমিকরা হামলা চালিয়ে সানোয়ার হোসেন (২৮) নামে এক জন কোয়ালিটি কন্টলারকে আহত করেছে। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের বুঝিয়ে বিকেল সাড়ে ৩টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে বলে শিল্প পুলিশের সহকারী উপপরিদর্শক নাজমুল ইসলাম জানান ।
গাজীপুর শিল্পপুলিশ, শ্রমিক ও কারখানা সূত্রে জানা যায়, ফেব্রম্নয়ারী মাসের কাজের মজুরির চেয়ে মার্চ মাসের ৬/৭ টাকা মজুরি কম দেওয়ার প্রতিবাদে শ্রমিকরা সকাল পৌনে ৮টা দিকে কারখানায় ঢুকেই কর্মবিরম্নতি করতে থাকে। ওই সময় শ্রমিকরা গত মাসের চেয়ে এ মাসে কেন মজুরি কম দেওয়ার কারণ জানতে চাইলে কর্মকর্তারা শ্রমিকদের কারখানায় কাজ নেই তাই ৬/৭ টাকা করে কম দেওয়া হবে বলে জানিয়ে দেন। ওই খবর কারখানার দেড় হাজার শ্রমিকের মধ্যে ছড়িয়ে পড়লে শ্রমিকরা কারখানার ভিতরেই বিক্ষোভ সমাবেশ করে কয়েকজন কর্মকর্তার অপসারণ দাবি করেন। শ্রমিকরা পূর্বের কাজের মজুরি না দেওয়া পর্যমত্ম কর্মবিরম্নতি পালন করার ঘোষনা দিয়ে কাজ বন্ধ করে দেয়। কারখনার কোয়ালিটি কন্টোলার মোঃ সানোয়ার হোসেন শ্রমিকদের বাধা দিতে গেলে বিক্ষুপ্ত শ্রমিকরা তাকে বেধম মারপিট করে। তাকে উদ্ধার করে স্থানীয় বোরাক হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশের একদল পুলিশ ওই কারখানায় গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে শিল্প পুলিশের কর্মকর্তাগণ কারখানা কর্তৃপ কর্তৃপক্ষ র সাথে সমঝোতা করে পূর্বের মজুরি ঠিক রাখা হবে বলে শ্রমিকদের আশ্বাস দিলে শ্রমিকরা বিকেলে ৩টার দিকে কারখানা থেকে বাড়ী চলে যায়।
কারখানার নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম জানান, কারখানায় তুলনামুলক কাজ কম থাকায় এবং কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝির কারণে শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরম্নতি পালন করেছে। আজ রোববার কারখানায় আবার উৎপাদন বৃদ্ধির জন্য শ্রমিকরা কাজে যোগ দিবে।