বি. এম. ওয়াদুদ, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর মহিলা কলেজে অনার্স কোর্স অধিভুক্তিতে রবিবার সকালে স্থানীয় সংসদ সদস্যকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে কলেজ চত্ত্বরে আলোচনা এবং শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। কলেজ অধ্যক্ষ মৃনাল কান্তি সরকারের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল। বক্তব্য রাখেন, পৌর মেয়র সালাহউদ্দিন বুলবুল সিডল, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ ইকরামুল হক, উপজেলা নির্বাহী অফিসার সুব্রত কুমার সিকদার, আঃ লীগ সভাপতি শরিফুন্নেছা মিকি, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, পৌর আহবায়ক ফারজেল হোসেন মন্ডল, মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, পৌর যুগ্ম আহবায়ক মোঃ শহিদু্জ্জামান সেলিম, আঃ লীগ নেতা ফজলুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন, কাজী আলমগীর, কামরুন নাহার জলি এবং ছাত্রলীগ নেতা আজম বিশ্বাস, সোহেল আরমান প্রমুখ। সংবর্ধিত প্রধান অতিথি বলেন, শিক্ষা বিস্তারে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে উচ্চ শিক্ষা এখন মানুষের দ্বোর গোড়ায় পৌছিয়েছে। যার সুফল পাচ্ছে দেশের সাধারণ মানুষ।